মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
সাভার পৌর ৬ নং ওয়ার্ডের যুবদলের অফিস উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অফিস উদ্বোধন করেন ঢাকা জেলা যুবদল নেতা ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন।
সাভার পৌর যুবদলের নেতা মোঃ মিন্টু সভাপতিত্বে ও সাভার পৌর যুবদলের নেতা কামরুল হাসান সোহাগ সঞ্চালনায় অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা যুবদল নেতা ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন।
ঢাকা জেলা যুবদল নেতা ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন বলেন, আমরা শহিদ জিয়ার আদর্শে রাজনীতিতে বিশ্বাসী। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মোতাবেক আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে দলকে শক্তিশালী করবো। চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত সাভার গড়ার লক্ষ্যে একসাথে সকলেই মিলেমিশে কাজ করব।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমরা সাভার পৌর ৬ নং ওয়ার্ডের কার্যালয় উদ্বোধন করেছি। এ কার্যালয় থেকে আমরা নেতাকর্মীরা তারেক রহমান ঘোষিত দফা এলাকার জনগণের কাছে পৌঁছে দিবো। আগামী দিনে নির্বাচনে ভোটাররা তাদের ভোট তারাই দিতে পারে সে লক্ষ্যে কাজ করবো।