শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা চৌদ্দগ্রামে রেলওয়ের জায়গা উদ্ধারে অভিযান ভেড়ামারা মহিলা সরকারী মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যশোরের বেনাপোল রেল স্টেশন পরিদর্শন করেন রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন ভারত যাওয়ার সময় রংপুরের আঃলীগ নেতা আনিছুর রহমান গ্রেফতার  কুমিল্লার হোমনায় বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক আটক যশোর চৌগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় দুই মাদক ব‍্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১,সিপিসি-২  জয়পুরহাটের ক্ষেতলালে উপজেলা দিবস ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত  কুমিল্লা-২ আসনের সম্ভাব‍্য সংসদ সদস‍্য পদপ্রার্থী আবু বকর সিদ্দিক লিটু রিভায়রা গ্রুপের পরিচালকের বিরুদ্ধে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ

তিতাসে আওয়ামী লীগ নেতা মোস্তফা হত্যার জেরে তিনজনকে আসামী করে মামলা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৩২৩ বার পড়া হয়েছে

কুমিল্লা জেলা প্রতিনিধি,মো:হানিফ মিয়া

 

কুমিল্লার তিতাসের আওয়ামী লীগ নেতা মো. মোস্তফা কামাল মুন্সী (৪০) খুনের জেরে হত্যা মামলা দায়ের করা হয়েছে। তিন জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫/৬ জনকে আসামী করে তিতাস থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী রোজিনা আক্তার। মামলায় প্রধান আসামী করা হয়েছে নয়াচর গ্রামের মৃত আঃ রশিদের ছেলে সাইদুর রহমানকে। অপর অপর আসামিরা হলো সাইদুরের চাচাতো ভাই নাজিমুদ্দিন ও মাঈনুদ্দিন। তিতাস থানার মামলা নং ১০, তারিখ ১৯/১২/২০২৩ খ্রি.। বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাশ। তিনি বলেন, নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। আসামী ধরতে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাস্থল পিবিআই কুমিল্লা পরিদর্শন করেছেন এবং তারাও তদন্ত করছেন। মামলার বাদী রোজিনা আক্তার বলেন, আমি আমার স্বামী হত্যার বিচার চাই। খুনি সাইদুরসহ যারা হত্যায় জড়িত তাদের ফাঁসি চাই। মোস্তফার বাড়িতে গিয়ে দেখা যায় এক হৃদয় বিদারক ঘটনা। মোস্তফার মা কাঁন্নার কারণে কথা বলতে পারছেন না। মোস্তফার অবুঝ ছেলে-মেয়ে নির্বাক। বাবা কোথায় বলতে পারছেন না। শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। জানা যায়, মোস্তফা কামাল মুন্সি ও সাইদুর রহমান এক সময় এক সাথে চলাফেরা করতো। বিগত কয়েক বছর আগে তাস খেলা নিয়ে দুজননের মধ্যে ঝগড়া হয় এতে সাইদুরকে মারধর করে মোস্তফা। সাইদুর বেশ আহত হয় এবং বিদেশ গিয়ে তাকে চিকিৎসা নিতে হয়। এরপর থেকেই সাইদুর সুযোগ খুঁজতে থাকে। গতকাল তাকে কল করে তাস খেলতে নয়াচর দোকানে নিয়ে আসে। তাস খেলায় সাইদুর যখন মগ্ন তখনই মোস্তফার গলায় ছুরি দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত পালিয়ে যায়।

এ বিভাগের আরো সংবাদ
স্বত্ব © ২০২৫ দৈনিক সত্য প্রকাশ
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102