মোঃ শাহিন আলম জয় বিশেষ প্রতিনিধি
আজ ২৬ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে মাগুরা জেলার ইতিহাসে প্রথমবারের মত তরমুজের বীজ রোপণ (প্রাপ্ত সূত্র মতে) করলেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবু নাসের বেগ। মাগুরা সদর উপজেলার নালিয়াডাঙ্গী গ্রামে প্রথমবারের মত পরীক্ষামূলকভাবে উন্নত জাতের তরমুজ (পাকিজা এফ-১) এর বীজ রোপণ করা হয়। এসময় তরমুজের চাষাবাদের ধরণ ও প্রক্রিয়া সম্বন্ধে জানতে অনেক কৃষক উপস্থিত ছিলেন। পরবর্তীতে একই মাঠে গত ০৭ নভেম্বর, ২০২৩ তারিখে জেলা প্রশাসকের নিজ হাতে রোপিত অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ বারিচিয়াসীড-১ এর গাছ কর্তন করেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক এসময় বলেন যে, মাগুরা একটি কৃষিসমৃদ্ধ জেলা হওয়ায় কৃষিক্ষেত্রে বিল্পব আনয়নে ও কৃষকদের উন্নতির লক্ষ্যে কৃষি বিভাগকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছে জেলা প্রশাসন। তিনি আরও বলেন যে, চিয়াসীড একটি সুপার ফুড ও অর্থকরী ফসল। কৃষকরা এ ফসল চাষাবাদের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন ঘটাতে পারে। এছাড়া, আগামী বছর তরমুজের ফলন পর্যবেক্ষণ করে চাষাবাদের আরও বিস্তারিত বিষয় জানা যাবে। এ সময় কৃষিক্ষেত্রে মাগুরা জেলাকে একটি রোল মডেল হিসেবে রূপান্তরের লক্ষ্যে সকলকে একত্রে কাজ করার আহবান জানান তিনি।