পঞ্চগড় জেলা প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন
যতই দিন যাচ্ছে ভোটারদের মধ্যে আশা, ভরসা আর উদ্দ্যেগ বেড়েই চলছে। তবে প্রার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। কে হবে উপজেলা পরিষদের চেয়ারম্যান। এনিয়ে চলছে জল্পনা কল্পনা।
পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ নির্বাচন হবে দ্বিতীয় দফায়। তবে এখন থেকেই প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন।
বোদা উপজেলার ১০ ইউনিয়নের প্রত্যেকটি জায়গায় সকল ভোটারদের কাছে দোয়া চাচ্ছেন। বিভিন্ন তাফসির মাহফিল, মিলাদ মাহফিলে, হিন্দুদের মন্দিরের অনুষ্ঠান গুলোতে প্রার্থীরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন। উপস্থিত থেকে সবার কাছ থেকে দোয়া চাচ্ছেন। পাশাপাশি নিজের পক্ষ থেকে অনুদানও দিচ্ছেন।
পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ নির্বাচনে এবার নতুন করে প্রার্থী হচ্ছেন সায়েদ জাহাঙ্গীর হাসান সবুজ।