শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন

বালিয়াকান্দি ডাকাতি মামলার রহস্য উন্মোচন ও পাঁচ ডাকাত গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৭১ বার পড়া হয়েছে

 

আল আমিন হোসেন রাজবাড়ী প্রতিনিধি

 

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ডাকাতি মামলার রহস্য উন্মোচন ও পাঁচ ডাকাত গ্রেপ্তার। গত ১১ই মার্চ ২০২৪ তারিখে বালিয়াকান্দি থানায় একটি ডাকাতি মামলা হয়। মামলায় উল্লেখ করা হয়, রাত আনুমানিক ১.০০ টার সময় বালিয়াকান্দি থানাধীন বাহিরচর গ্রামের লিটন প্রামাণিকের বসতবাড়ি হতে তিন লক্ষ পনের হাজার টাকার স্বর্ণ অলংকার ও নগ ৪০ হাজার টাকা ডাকাতি করা হয়। অজ্ঞাতনামা আসামি করে বালিয়াকান্দি থানায় একটি অভিযোগ করেন লিটন প্রামানিক।

সেই অভিযোগের সূত্র ধরে মাঠে কাজ করতে শুরু করেন বালিয়াকান্দি থানা পুলিশ। রাজবাড়ী পুলিশ সুপারের দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মুকিত সরকার মহোদয়ের তত্ত্বাবধানে, পাংশা সার্কেল সুমন কুমার সাহা ও বালিয়াান্দী থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ রাজিবুল ইসলাম বিভিন্ন তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উক্ত মামলার ঘটনার সাথে জড়িত আসামিদের মধ্যে পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম হন।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, নগরকান্দা থানার জঙ্গুরদী গ্রামের মৃত ইউসুফ ঠাকুরের ছেলে রেজাউল ঠাকুর, বোয়ালমারী থানার ময়নদিয়া গ্রামের মৃত আক্তার মোল্লার ছেলে মোঃ ফারুক মোল্লা, বোয়ালমারী থানার তেলজুরী গ্রামের জাবের শেখের ছেলে আমিরুল শেখ, সালথা থানার কসবাকট্রি গ্রামের লাল মাতুব্বর এর ছেলে ইছাহাক মন্ডল ও কোতয়ালী থানার ব্রাক্ষনকান্দা গ্রামের মৃত সুশীল দত্তের ছেলে স্বরজিৎ দত্ত। সবাই ফরিদপুর জেলার।

এ বিষয়ে রাজবাড়ী জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, উক্ত আসামিরা মামলার ঘটনার বিষয়ে জড়িত থাকার কথা স্বীকার করে। তন্মধ্যে ৩ জন আসামি বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পলাতক আসামি গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত থাকবে। আসামীদের দেওয়া তথ্য মতে অত্র মামলার লুন্ঠিত হওয়া একটি স্বর্ণের চেইন, এক জোড়া স্বর্ণের কানের দুল ও একটি স্বর্ণের আংটি এবং ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্র একটি লোহার দা, একটি কাঠের বাটসহ কাচি দা, একটি লোহার রড এবং একটি পিলাটিনা মোটর সাইকেল উদ্ধার করা হয়।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১৯ পূর্বাহ্ণ
  • ১২:১৬ অপরাহ্ণ
  • ১৬:১৬ অপরাহ্ণ
  • ১৭:৫৭ অপরাহ্ণ
  • ১৯:১১ অপরাহ্ণ
  • ৬:৩১ পূর্বাহ্ণ
স্বত্ব © ২০২৫ দৈনিক সত্য প্রকাশ
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102