ঢাকা জেলার অহংকার, সকলের প্রিয় নেতা, নেতা গড়ার কারিগর, যুবরাজনীতির আইকন, যুবসমাজের নয়নমণি, ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল একজন বলিষ্ট কন্ঠস্বর। ছোট বেলা থেকেই শহিদ জিয়ার আদর্শ ন্যায় নীতি দেশ প্রেম দেখে তিনি মুগদ্ধ।
শহিদ জিয়ার আদর্শে অনুপ্রানীত হয়ে সে যুবদল রাজনীতিতে অংশগ্রহন করেছেন। দেশ ও এই সমাজের জন্য ভালো কিছু করার মানসিকতায় তার রাজনীতি পথ চলা। ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন বাস্তবে একজন ব্যক্তিত্ব সম্পূর্ণ ব্যক্তি কাজের প্রাধান্যে তার নিকট বেশি। তিনি বেশি কথা মিথ্যাকথ্য অন্যায়-অত্যাচার জুলুমবাজদের ঘৃনা করেন। সমাজের গরীব-দুঃখী, বড়-ছোট সবার সঙ্গে তার সু সম্পর্ক।
ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন রাজনীতির অঙ্গনে যোগ দেওয়ার পর থেকে ঢাকা জেলার যুবদলের সু সংগঠিত করেছে। দলীয় মিছিল মিটিং আন্দোলন সভা সেমিনারে সবসময় নিজেকে ব্যস্ত রাখেন। দলীয় কাজে তার এতটুকু অনীহা নেই। দলীয় কর্মকান্ড মেধা ও শ্রমেরবিনিময়ে আজ তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা জেলার থেকে দলীয় নেতা কর্মীদের ভালবাসায় জনগণের দোয়ার কারণেই এখন ত্যাগী নেতা।
এতবড় পদবী ও সন্তান্ত ঘরের সন্তান হয়েও তার ভিতর এতটুকু অহংকার মনোভাব খুজে পাওয়া যায় না। তিনি সবার সাথে মিশতে পারেন। অমায়ীক ব্যবহার ও বিভিন্ন গুনাবলীল তার ভিতর খুজে পাওয়া যায়। অবৈধ টাকা বা কালো টাকা কে তিনি ঘৃনা করেন। নিজের ব্যবসার (আয়ের টাকা) খরচ করে তিনি রাজনৈতিক সভা সমাবেশ করেন। ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন মানুষ হিসাবে যে রকম সহজ সরল ঠিক সে রকম কঠিন হৃদয়ের ব্যক্তি। কঠিনতার পরীক্ষা দেন তিনি সমাজের সন্ত্রাসী দেশদ্রোহী রাজাকার ও অন্যায় কারীদের রুখার জন্য।