রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা চৌদ্দগ্রামে রেলওয়ের জায়গা উদ্ধারে অভিযান ভেড়ামারা মহিলা সরকারী মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যশোরের বেনাপোল রেল স্টেশন পরিদর্শন করেন রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন ভারত যাওয়ার সময় রংপুরের আঃলীগ নেতা আনিছুর রহমান গ্রেফতার  কুমিল্লার হোমনায় বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক আটক যশোর চৌগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় দুই মাদক ব‍্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১,সিপিসি-২  জয়পুরহাটের ক্ষেতলালে উপজেলা দিবস ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত  কুমিল্লা-২ আসনের সম্ভাব‍্য সংসদ সদস‍্য পদপ্রার্থী আবু বকর সিদ্দিক লিটু রিভায়রা গ্রুপের পরিচালকের বিরুদ্ধে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ

সাভারের পূজামণ্ডপে শুভেচ্ছা-বিনিময়ে মেয়র পদপ্রার্থী খোরশেদ আলম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৯৯ বার পড়া হয়েছে

 

মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি

 

 

সাভার পৌরসভার নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী ঢাকা জেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম।

 

এরই ধারাবাহিকতায় শনিবার মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম তার সমর্থকদের নিয়ে পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মালম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিমিয় করেন।

 

শনিবার বিকেলে সাভার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

 

এসময় মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম হিন্দু সম্প্রদায়ের মানুষদের উদ্দেশ্যে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।  এখানে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে ভ্রাতৃপ্রতিম সম্পর্ক রয়েছে। একে অপরের সুখ-দুঃখের সাথী।

 

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দলীয় নেতাকর্মীদের নির্দেশে সাভারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছি। সেই সাথে মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। ধর্মীয় পরিচয়ে এদেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সবাই ভাই ভাই। পূজায় কেউ যদি বিশৃঙ্খলা করার চেষ্টা চালায়, আমরা কাউকে ছাড় দেব না।’

 

তিনি আরো বলেন, বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশে প্রত্যেক ধর্মের মানুষের বাঁচার ও ধর্মীয় উৎসব পালনের অধিকার আছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সকল ধর্মের মানুষ জীবন দিয়েছে। তেমনি জুলাই ও আগস্টের নতুন স্বাধীনতায় সকল ধর্মের মানুষ জীবন দিয়েছেন। তাই সব ধর্মের মানুষ আমরা এক পরিবারের মতো। এখানে সংখ্যালঘু বলতে কিছু নেই।

আসন্ন নির্বাচনে সবার দোয়া চেয়ে মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম বলেন, আপনাদের দোয়া ও সহযোগিতা একান্তভাবে কামনা করি। আমি আপনাদের দোয়া ও সহযোগিতায় নির্বাচিত হতে পারলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের, বিএনপির সহ-পরিবার কল্যাণ সম্পাদক, ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান সালাউদ্দিন বাবু ডিজিটাল বাংলা গড়ার প্রত্যয় নিয়ে সাভার পৌরসভাকে মডেল হিসেবে গড়ে তুলব।

মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম বলেন, শতভাগ নাগরিক সুবিধা নিশ্চিত করতে সঠিক নেতৃত্বের বিকল্প নাই। আমি নেতা নই, সেবক হিসেবে পৌরবাসীর সাথে থাকতে চাই। মানুষ পরিবর্তন ও শান্তি চায়। জনগণের প্রতিনিধি নির্বাচনে যোগ্য ব্যক্তি নির্বাচিত না হলে উন্নয়ন হয় না। তাই আমি দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করতে চাই।

এ বিভাগের আরো সংবাদ
স্বত্ব © ২০২৫ দৈনিক সত্য প্রকাশ
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102