কুমিল্লা জেলা প্রতিনিধি,মো:হানিফ মিয়া
কুমিল্লা জেলা তিতাস উপজেলা ৬ নং ভিটিকান্দি ইউনিয়ন ৭ নং ওয়ার্ড দড়িকান্দি গ্রামের ডুবে যাওয়া মো: আলিফ(১৭) পিতা:মনিরুল ইসলামের ছেলে। গত ২২ ডিসেম্বর রোজ শুক্রবার দুপুর ১২ টার সময় দাদার বাড়িতে বেড়াতে এসে গোমতী নদীতে গোসল করতে গিয়ে এপার থেকে ওপাড়ে সাতার কেটে যাওয়ার সময় ডুবে যায়। তারপর এলাকাবাসী ও পরিবারবর্গ জানতে পারলে ফায়ার সার্ভিস ও চৌকশ ডুবুরিদের কল দিলে তারা এসে গত শুক্রবার ও শনিবার উদ্ধারের চেষ্টা করেও উদ্ধার করতে পারেনি। চৌকশ ডুবুরি চলে যাওয়ার ৪ র্থ দিন মো:আলিফের মরদেহ নদীতে ভেসে ওঠে।মো:আলিফ ছিলেন একজন মাদ্রাসার ছাত্র। আলিফ লেখাপড়া করতেন ঢাকা,সবসময় ঢাকাতেই থাকতেন। আলিফের মরদেহ ভেসে ওঠলে একজন এলাকার নৌকার মাঝি দেখতে পেলে এলাকার লোকজন ও তাহার পরিবার কে খবর দিলে এলাকাবাসী মিলে আলিফের মরদেহ উদ্ধার করে দড়িকান্দি নিজ বাড়িতে নিয়ে আসে,এসময় তিতাস ভিটিকান্দি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মো:সালাউদ্দিন মেম্বার আসেন এরপর তিতাস থানা এস আই মো:তাজুল সরাসরি এসে তদন্তে করছেন।